Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মোছাব্বির আর নেই

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মোছাবিবর আর নেই (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, ৩ কন্যা ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগাহী রেখে গেছেন। মরহুম আব্দুল মোছাবিবর বানিয়াচং সদরের মিয়াখানী মহল্লার মৃত ফারুক মিয়ার পুত্র। তিনি দীর্ঘদিন যাবত বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক ছিলেন। নির্বাচিত হয়েছিলেন জেলার শ্রেষ্ট শিক্ষক হিসেবেও। মৃত্যুর আগ পর্যন্ত ডাঃ ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। তাঁর এই মৃত্যুতে বানিয়াচংসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজ গতকাল বিকালে তাঁর প্রিয় প্রতিষ্ঠান ডাঃ ইলিয়াছ একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে প্রধান শিক্ষক আব্দুল মোছাবিবরের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বানিয়াচং ডাঃ ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমির হোসেন মাষ্টার, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, ডাঃ ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও বানিয়াচং প্রেসক্লাব সভাপতি হেমায়েত আলী খান প্রমুখ।