Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে পাটলি প্রাইমারী স্কুলের সভাপতির বিরুদ্ধে সরকারী গাছ কাটার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার পাটলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ আব্দুল্লাহ খয়েছের বিরুদ্ধে স্কুলের সরকারী গাছ কাটার ঘটনায় তদন্ত করেছে উপজেলা শিক্ষা অফিসার। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। এ সময় তিনি অভিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ আব্দুল্লাহ খয়েজ, স্কুলের প্রধান শিক্ষক সামছু নাহার, এলাকাবাসিসহ স্থানীয় লোকজনের সাক্ষ্য গ্রহন করেন। সম্প্রতি ওই গ্রামের স্থানীয় বাসিন্দারা বাদী হয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ আব্দুল্লাহ খয়েছের বিরুদ্ধে স্কুলের সরকারী কয়েকটি গাছ কাটার অভিযোগ এনে উপজেলা শিক্ষা অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে স্কুলে গিয়ে সরেজমিনে কাছ কাটার বিষয়টি তদন্ত করেন। এলাকার লোকজন জানিয়েছে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ আব্দুল্লাহ খয়েছ নিজের ক্ষমতা বলে সরকারী গাছ কাউকে না জানিয়ে নিজের ইচ্ছেমত কেটে বিক্রি করে দিয়েছেন। পাশাপাশি তিনি নিজের ইচ্ছেমত স্কুল পরিচালনা করে আসছেন। কিন্তু এলাকার লোকজন কোন ধরনের প্রতিবাদ করার সাহস পায়নি। এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান জানান, স্কুলের সরকারী গাছ সংশ্লিষ্ট শিক্ষা অফিসারের নিকট থেকে কোন ধরনের অনুমতি না নিয়ে নিজের ইচ্ছেমত ৪টি গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। এ ধরনের অভিযোগ পাওয়ার পর সরেজমিনে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এলাকার অনেক মানুষের সাক্ষ্য গ্রহন করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তিনি এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করতে অনীহা প্রকাশ করেন। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ আব্দুল্লাহ খয়েছ জানান, স্কুলের সকল সদস্যসহ এলাকাবাসির সাথে আলাপ করে গাছ কেটা হয়েছে।