Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মমতা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের শিক্ষা উপকরণ ও অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল সোমবার দুপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন মমতা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। ট্রাস্টের চেয়ারম্যান ও সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ দেওয়ান মিয়ার সভাপতিত্বে- একাকার কৃতি সন্তান, মমতা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের কো-চেয়ারম্যান, আয়ারল্যান্ড প্রবাসী নুরুজ্জামান শাহীন এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খোয়াই পত্রিকার সম্পাদক মোঃ শামিম আহসান।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ নাহিজ, মমতা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের কো-চেয়ারম্যান নুরুজ্জামান শাহীন প্রমূখ।
এ সময় সকল বক্তারা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং প্রধান অথিতি বলেন মমতা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে গরীব অসহায়রা উপকৃত হবেন বলে আশা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের ধারাবাহিতা ধরে রাখার জন্য ট্রাস্টের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ সাজেদা বেগম, সহকারী শিক্ষক পিন্টু চন্দ্র রায়, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মনু মিয়া, মোঃ জিতু মিয়া।
এতে উপস্থ্তি ছিলেন সহকারি শিক্ষিকা দিলারা বেগম, শিক্ষিকা কুলসুমা খাতুন, শিক্ষিকা উর্মিলা রায়, বিশিষ্ট ব্যবসায়ী এম এ হায়দার মিজু, মোঃ গোলাপ মিয়া, মোঃ আজিজুল ইসলাম, শিশু মিয়া, মোঃ লিয়াকত আলী, মোঃ এমরান মিয়া, মোঃ জুয়েল মিয়া, মোঃ এমরুল মিয়া। অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নূরানী জামে মসজিদ এর ইমাম মুফতি আবুল বাশার আল-হানাফী। অনুষ্ঠান পরিচালনা করেন যশেরআব্দা যুব কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন। আলোচনা সভাশেষে ট্রাস্টের পক্ষ থেকে অথিতিদের উপস্থিতে সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সততা স্টোরের কার্যকম শুরু হয় এবং সদর উপজেলার গোপায়া গ্রামের মোঃ সাজিদ মিয়ার মেয়ের বিয়ের জন্য নগদ ৪০ হাজার টাকা ও বিভিন্ন স্কুলের গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীসহ মেধা বৃত্তি প্রাপ্তদের নগদ অর্থ, স্কুলব্যাগ, টিফিন বক্স, খাতা, কলম, সম্মাননা স্মারকসহ শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।