Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সদর উপজেলার বিভিন্ন স্থানে গানের নামে রমরমা ব্যবসা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে বাউল গানের নামে চলছে রমরমা বাণিজ্য। বিপথে যাচ্ছে যুব সমাজ। এক শ্রেণীর দালালরা বাউল গান আয়োজনের নামে যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বাউল গান বন্ধের নির্দেশ দিয়েছেন প্রশাসন। কিন্তু দালাল রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করে বাহির থেকে শিল্পীদের এনে বাউল গানের আয়োজন করছে। গভীর রাতে বাউল গানের সুন্দরী শিল্পীরা নানান অঙ্গভঙ্গির মাধ্যমে যুবকদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। শহরের নাতিরাবাদ, উমেদনগর, রিচি, বহুলা, মাছুলিয়া ও শ্মশানঘাটসহ বিভিন্ন এলাকায় প্রতি বৃহস্পতিবার রাতে বাউল গানের আসর বসে। আর এসব আসরে মাদকসেবী ও জুয়াড়িরা যোগ দিচ্ছে। এতে করে একদিকে যুব সমাজ নষ্ট হচ্ছে অন্যদিকে চুরি, ছিনতাই বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, আজ সোমবার ধুলিয়াখালে বাউল গানের আসরের আয়োজন করা হয়েছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সদর থানা এলাকায় বাউল গানের নামে অশ্লীলতা করা যাবে না। যেখানেই বাউল গান হবে তা বন্ধ করে দেয়া হবে। যেখানেই বাউল গানের খবর পাওয়া যাবে তা বন্ধ করা হবে।