Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে অগ্নিকাণ্ডে শ্মশানে পরিণত ॥ ১৪টি ঘর পুড়ে ছাই ক্ষতিগ্রস্তদের হাহাকার

আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। পুরো একটি হাটি শ্মশানে পরিণত হয়েছে। এতে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে আজমিরীগঞ্জ পৌর এলাকার পুকুরপাড় গ্রামের কুরিহাটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি প্রাণকৃষ্ণ দাসের বাড়ির গ্যাস সিলিন্ডারের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপধারণ করে। স্থানীয় লোকজন প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে গোপী কুরি, নেপাল কুরি, রনজিত কুড়ি, প্রাণকৃষ্ণ দাশ, বুলবুল কুরি, ওমর কুরি, দিপু কুরি, অপু কুরি ও দীপংকর কুরির ঘরসহ ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায় আগুনের ভয়াবহতার কারণে ঘর থেকে কেউই কোন মালামাল বের করতে পারেনি। নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সব মালামাল পুড়ে ছাই হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। দুয়েকটি পরিবার ছাড়া বাকি পরিবারগুলো নি:স্ব হয়ে গেছে। এসব পরিবারের লোকজনের মধ্যে হাহাকার চলছে। কোন কোন পরিবার আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিলেও খোলা আকাশের নিচে রয়েছে কয়েকটি পরিবার। ক্ষতিগ্রস্ত অনেক পরিবারই মুড়ি ও বাদামসহ ছানাচুর বিক্রি করে জীবিকা নির্বাহ করত। আশ্রয়স্থল বসত ঘর হারিয়ে এসব পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছে।
এদিকে খবর পেয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর প্রশাসক গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারসহ এলাকাবাসী তাদেরকে পুনর্বাসনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি ইকবাল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আগুনে নগদ অর্থ এবং স্বর্ণালংকারসহ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।