Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে সাংবাদিক রাজুর ঘরে পেট্টোল ডেলে আগুন ॥ মোটর সাইকেল সহ আসবাবপত্র পুড়ে ছাই

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আঃ রাজ্জাক রাজুর বসত ঘরে পেট্টোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মোটর সাইকেলসহ ঘরের আসবাবপত্র ভস্মিভূত হয়েছে। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটেছে। রাজু জানান, প্রতিদিনের ন্যায় তিনি ঘরে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে শরীরে গরম লাগলে ঘুম ভেঙ্গে যায়। জেগে ঘরে আগুন দেখতে পান। এ সময় তার স্ত্রীও জেগে উঠেন। সাথেসোথে তারা শিশু সন্তান সহ ঘর থেকে বের হয়ে সুর চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে রাজুর ব্যবহৃত মোটর সাইকেল, বিছানাপত্রসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়। আগুনে রাজুর একটি হাত আগুনে ঝলসে গেছে। দুর্বৃত্তরা বসত ঘরের কাঠের দরজার নিচ দিয়ে পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে ছিল বলে ধারণা।
ঘটনায় খবর পেয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান রাতেই ঘটনাস্থলে ছুটে যান।
গতকাল শুক্রবার সকালে র‌্যাব-৯ শ্রীমঙ্গলে একটি টিম সাংবাদিক রাজুর বাড়ি পরিদর্শন করেন।
এ ঘটনা নিন্দা জানিয়েছেন আহাম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবদে হাসনাত চৌধুরী সনজু, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সামছুজ্জামান শামীম, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সেক্রেটারী মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারী খন্দকার আলাউদ্দিন। এদিকে খবর পেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, উপজেলা মেম্বার সমিতির সেক্রেটারী দুলাল ভূইয়া, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সহ-সভাপতি নুর উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।