Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইনাতগঞ্জে পণ্যগ্রাফী মামলায় শিপুকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ গ্রামে পণ্যগ্রাফী আইনের মামলায় সাবেক ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম শিপু (২৫) কে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ থানার এসআই সামছুল ইসলাম তাকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেন। এর আগে তিনি আদালতের নির্দেশে গত বুধবার তাকে কারাগার থেকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পণ্য সিডি ও কয়েকটি সীম উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না। তার বক্তব্য যাচাই করে ব্যবস্থা নেয়া হবে। জানা যায়, দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের আনফর উল্লার কন্যা কলেজ ছাত্রী লিজা (১৯) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা শিপু। এ খবর শিপু পেয়ে ওই ছাত্রীকে শ্রীমঙ্গলের সবুজ বাংলা আবাসিক হোটেলে নিয়ে তার সাথে শারিরীক সম্পর্ক গড়ে তুলে। এ ঘটনায় লিজার পিতা লন্ডন প্রবাসির সাথে বিয়ে ঠিক করে। এ খবর শিপু পেয়ে গোপনে ধারণ করা ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে লিজা ও তার পরিবার মানসিকভাবে ভেঙ্গে পড়ে। শিপু বিভিন্নভাবে লিজাকে হুমকি দিতে থাকে। গত ২৭ মার্চ লিজার পিতা বাদি হয়ে নবীগঞ্জ থানায় পণ্য গ্রাফি আইনে মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে সত্যতা পেলে শিপুকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে ৫ দিনের রিমান্ড আবেদন করে। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শিপু প্রজাতপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র।