Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরে বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে শিক্ষার্থী-জনতার মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কারসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ছাত্র-শিক্ষক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনসহ সর্বস্তরের জনতা মানববন্ধন করেছেন। গতকাল রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় সামনে প্রধান সড়কের থেকে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এলাকা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ছাত্র-শিক্ষক, খাঁজা গার্ডেন সিটি, রূপালী ম্যানশন, কাজী ম্যানশন ও সাইফুর রহমান টাউন হল মার্কেটের ব্যবসায়ী, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি-ব্যকস নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনতা অংশ নেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পার্থ সারথী রায়, হোমিও চিকিৎসক হাসানুজ্জামান বাচ্চু, রোটার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ এর প্রেসিডেন্ট শুভজিত দেব শাওন, ইন্টার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ এর প্রেসিডেন্ট সীমান্ত দেব তূর্য প্রমুখ। বক্তারা বলেন- হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় সরকারি উচ্চ বিদ্যালয়ের কাছে প্রধান সড়কসহ বিভিন্ন স্থানের ড্রেনগুলো মাটিতে ভরাট হয়ে পানি নিস্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ ছাড়া হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রবেশমুখের রাস্তায় ময়লা আবর্জনা ফেলে ভরাট এবং পাবলিক টয়লেট নির্মাণ করায় এ রাস্তা দিয়ে শিক্ষার্থীরা চলাচল করতে পারছে না। অপরদিকে, খাঁজা গার্ডেন সিটি সংলগ্ন রাস্তাটি সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই এ রাস্তায় হাঁটু পানি জমে থাকে। বক্তারা, শিগগিগরই এ সকল সমস্যা সমাধানের দাবি জানান। অন্যথায় শহরবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষণার হুশিয়ারী উচ্চারণ করেন।