Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক মতবিনিময়

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলার কুর্শি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ি কমিটির সভাপতি সাংবাদিক এম এ বাছিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুসা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসমিনা জাহান চৌধুরী, মা’মনি প্রকল্পের জেলা সমন্বয়ক নাজমা বেগম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ জালাল উদ্দিন,গীতা পাঠ করেন চয়ন দাশ। ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শাহজাজহান মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, ইউপি সদস্য মোঃ আব্দুল সোবহান, সংরক্ষিত সদস্য রাজিয়া বেগম, মা’মনি প্রকল্পের মাঠ কর্মী মোঃ আব্দুল মুক্তাদির, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ জালাল উদ্দিন প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে প্রসূতি মা’ ও নবজাতক শিশুর চিকিৎসা সহায়তায় ইউনিয়ন পরিষদের তরফ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ব্যতিক্রমী ওই উদ্যোগে প্রসূতি মা’ ও নবজাতক শিশুর ঔষধ ক্রয় বাবত আর্থিক সহায়তার নগদ অর্থ গ্রহণ করেন জেলা সমন্বয়ক নাজমা বেগম ও মোঃ আব্দুল মুক্তাদির। এসময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।