Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারঘাট বাজার এলাকায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের নিয়মিত বাজার অভিযান চলাকালে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। ওজনে কারচুপির দায়ে মাতৃমঙ্গল সুইটসকে ২হাজার, পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় মিষ্টি কিং কে ৪হাজার, প্রাইম ফুডকে ১ হাজার, হ্যালো বেকারিকে ১ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে তানিসা ফার্মেসীকে ১হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রায় ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বাজারের কাছাবাজার ও মাছ বাজার থেকে ২০ টিরও বেশি বেআইনী বাটখারা বাজেয়াপ্ত করা হয়। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান আমিরুল ইসলাম মাসুদ।