Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদ বাহুবলে মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গের মানববন্ধন

বাহুবল প্রতিনিধি ॥ চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে বাহুবলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসিম, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ইছহাক মিয়া, ইনছাব আলী মাস্টার, রাজা মিয়া, আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ও শামীনুর রহমান, সদস্য সচিব শেখ জমশেদ, রাশেদ খান, রুবেল আকঞ্জী, আব্দুল আহাদ, কবির আকঞ্জী, ফয়ছল আহমেদ, মকসুদ মিয়া, জালাল মিয়া ও বাবুল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধে ঝাপিয়ে পড়েছি বলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। মুক্তিযোদ্ধা কোনদিনও কোটা সুবিধা চায়নি। জাতির জনক মুক্তিযোদ্ধাদের সম্মানজনক প্রতিষ্ঠা নিশ্চিত করার জন্য কোটা প্রদান করেছিলেন। আজ কোটা সংস্কারের আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অবদানকে নিয়ে গণহারে কটাক্ষ করা হচ্ছে। এতে দেশের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারবর্গ মারাত্মক ভাবে মর্মাহত।