Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আদালতের আদেশ উপেক্ষা করে রাস্তা নির্মাণ কাজ করায় চেয়ারম্যান মেম্বারকে কারণ দর্শানোর আদেশ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আদালতের আদেশ উপেক্ষা করে রাস্তা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন নবীগঞ্জের আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও মেম্বার উস্তার মিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের শাহপুর মৌজাধীন বেতাপুর আমুকোনা গ্রামের পশ্চিমে উলুকান্দি হাওরের সন্নিকটে নির্মানাধিন একটি অটো ব্রিকস্ ফিল্ডে যাতায়াতের জন্য আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ও ৯নং ওয়ার্ডের মেম্বার উস্তার মিয়ার সহযোগিতায় মালিকাধীন জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের পরিকল্পনা করেন। গত ২৭ ফেব্র“য়ারি প্রতিপক্ষগণের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার দাবিতে আদালতে স্বত্ব মোকদ্দমা দায়ের করলে বিজ্ঞ আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আদেশ দেন। আদালতের আদেশের পরও আসামীরা মাটি ভরাটের কাজ শুরু করেন। এ অবস্থায় জমির মালিক হাজী শাহ মুস্তাকিন আলী গত ৭ মার্চ নবীগঞ্জ থানায় একটি জিডি দায়ের করলে নবীগঞ্জ থানা পুলিশ চেয়ারম্যান ও মেম্বারকে মৌখিকভাবে নিষেধ করেন। এর পরও রাস্তা নির্মাণ চালিয়ে যাচ্ছেন। ফলে গত ১০ এপ্রিল ভূমি মালিক হাজী শাহ মুস্তাকিন আলী মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত বিবাদীদেরকে আগামী ২২ মে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।