Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর-ডাঃ মুশফিক চৌধুরী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, গ্রামবাংলার শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার সরকার বদ্ধপরিকর। তিনি আরো বলেন, আলোকিত জনগোষ্ঠী গড়তে বাংলাদেশে শিক্ষার গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার সর্বস্তরেই চোখে পড়ার মতো অগ্রগতি সাধিত হয়েছে। শিক্ষার এই ব্যাপক অগ্রগতি ও সক্ষমতা অর্জন অর্থনীতির ভিত্তিকেও করেছে মজবুত ও টেকসই, দেশকে বিশ্বের বুকে দিয়েছে একটি উন্নয়নশীল দেশের পরিচিতি। শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে দেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে বাংলাদেশ একটি আধুনিক ও উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে প্যানেল চেয়ারম্যান-১ খালেদ মোশারফ দাখিল মাদরাসার আজীবন দাতা সদস্য মনোনীত হওয়ায় মাদরাসা কর্তৃক আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মাদরাসার শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের নামাজ আদায়ের সুবিধার্থে একটি নতুন ভবন নির্মাণের জন্য ডাঃ মুশফিক হুসেন চৌধুরী ৫ লক্ষ টাকা অনুদানেরর ঘোষণা প্রদান করেন। কাজীগঞ্জ বাজার দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ্ মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওঃ আব্দুর রহিমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আশিক মিয়া। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ ও সংবর্ধিত ব্যক্তিত্ব খালেদ মোশারফ। স্বাগত বক্তব্য রাখেন কাজীগঞ্জ বাজার দাখিল মাদরাসার সুপার মাওঃ শামসুল হক। বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজ সেবক ফয়ছল আহমদ ও মুক্তার আলী তালুকদার। এতে উপস্থিত ছিলেন মাদরাসার অভিভাবক, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কয়েক শতাধিক নেতৃবৃন্দ।