Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ভূয়া বিক্রির চুক্তিপত্র তৈরী করে সরকারী গাছ কাটার সময় ৩ ব্যক্তি আটক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ভূয়া বিক্রির চুক্তিপত্র তৈরী করে নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-কাজীরবাজার সড়কের পাশের সরকারী গাছ কাটার সময়৩ ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী তারা স্থানীয় হাওড় পরিদর্শনে যাওয়ার পথে নবীগঞ্জ-কাজীরবাজার সড়কে দেখতে পান রাস্তার পাশের রোপনকৃত সরকারী গাছ কাটা হচ্ছে। এ সময় তারা গাড়ী থামিয়ে সেখানে গিয়ে গাছ কাটার কারণ জানতে চান। তখন তারা জানায় হবিগঞ্জ জেলা পরিষদ এবং সড়ক ও জনপদ বিভাগ থেকে ২ লাখ ১০ হাজার টাকার বিনিময়ে ১শ গাছ কাটার অনুমতি পেয়েছেন তারা। এ সময় কোন কাগজ আছে কিনা জিজ্ঞেস করলে তারা একটি চুক্তিপত্র দেখায়। এতে লেখা জেলা পরিষদ এবং সড়ক ও জনপদ যৌথ বিক্রয়ের চুক্তিপত্র ও আদেশনামা। ওই চুক্তিপত্রে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মুশফিক হোসন চৌধুরী ও সওজের প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল কদ্দুছ এর স্বাক্ষর রয়েছে। চুক্তিতে ৫ জন ক্রেতার নাম লেখা এবং ১শ টি গাছ কেটে নিয়ে আরো ১শটি চারা গাছ লাগানোর কথা উল্লেখ রয়েছে। কিন্তু চুক্তিপত্রে সড়ক ও জনপথ বিভাগের ভূয়া পদবি এবং জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর স্বাক্ষর জাল ধরা পড়ে। চুক্তিপত্রটি জাল মনে হলে ইউএনও এবং এসিল্যান্ড চ্যালেঞ্জ করে গাছ কাটায় জড়িত নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি গ্রামের মনির উদ্দিনের পুত্র তোফায়েল আহমেদ, নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের ময়না মিয়ার পুত্র নূর মিয়া এবং কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের নজীর মিয়া চৌধুরীর পুত্র মহসিন মিয়া চৌধুরীকে আটক করেন। এক পর্যায়ে আটককৃতরা প্রতারনার কথা শিকার করে। পরে তাদেরকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক হওয়ার পূর্বেই তারা ৩টি গাছ কেটেছিল।