Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিভিন্ন গণমাধ্যমের ১৯ সাংবাদিককে হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্যপদ প্রদান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে কর্মরত ১৯ সাংবাদিককে হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্যপদ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ক্লাবের নির্বাহী কমিটির সভায় ১৯ সাংবাদিকের আবেদন যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, মনসুর উদ্দিন ইকবাল, হারুনুর রশিদ চৌধুরী, মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, গোলাম মোস্তফা রফিক, নির্মল ভট্টাচার্য রিংকু, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শাহ ফখরুজ্জামান, শরীফ চৌধুরী ও শ্রীকান্ত গোপ। সভায় সর্বসম্মতিক্রমে যাদেরকে সদস্যপদ প্রদানের সিদ্ধান্ত হয়েছে তারা হলেন- এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, দৈনিক লোকালয় বার্তার সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, দৈনিক আজকের হবিগঞ্জ এর বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, ডিবিসি টিভি’র জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক হবিগঞ্জের জননীর বার্তা সম্পাদক ফজলে রাব্বী রাসেল, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক আনিছুজ্জামান চৌধুরী রতন, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি ফয়সল চৌধুরী, দৈনিক খোয়াইর বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, মাই টিভির জেলা প্রতিনিধি মোশাহিদ আলম, দৈনিক যায়যায়দিন এর জেলা প্রতিনিধি নুরুল হক কবির, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, দি ডেইলি ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি মুজিবুর রহমান, চ্যানেল নাইন টিভি’র জেলা প্রতিনিধি শুকান্ত গোপ, দৈনিক প্রতিদিনের বাণীর বার্তা সম্পাদক এম.এ.আর শায়েল, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী ও দি বাংলাদেশ পোষ্ট জেলা প্রতিনিধি বদরুল আলম। ক্লাবের নিয়ম অনুযায়ী ভর্তি ফি, বার্ষিক চাঁদা ও কল্যাণ তহবিলের টাকা পরিশোধপূর্বক তারা সদস্যপদ গ্রহণ করবেন।