Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা যুবলীগ সভাপতির উপর হামলার প্রতিবাদে উত্তাল হবিগঞ্জ ॥ ওসি মোজাম্মেলের অপসারণ দাবি

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় যুবলীগের সদস্য, হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি এবং জেলা আওয়ামী লীগ সদস্য আতাউর রহমান সেলিমসহ জেলা যুবলীগের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠছে হবিগঞ্জ। জেলার বিভিন্ন ইউনিটের যুবলীগ নেতাকর্মীরা রবিবার দুপুরে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোয়াই ব্রীজ এলাকায় পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তারা বলেন, মানব পাচার ও আদম ব্যবসাসহ নানা অপকর্মের হোতা সুশান্ত দাশগুপ্ত হবিগঞ্জে একজন চাঁদাবাজ হিসাবে পরিচিত। সুতাংয়ে খুন হওয়া সুখিয়া রবিদাসের পরিবারের নামে ইংল্যান্ডসহ দেশ-বিদেশ থেকে থেকে চাঁদা আদায় করে আত্মসাৎসহ গন্যমান্য ব্যক্তিবর্গের নিকট থেকে প্রকাশ্যে চাঁদাবাজি ও বহু অপকর্মের হোতা সুশান্ত। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। সর্বশেষ সে জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমসহ নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। যুবলীগ সভাপতিকে হত্যার উদ্দেশ্যে প্রশাসনের লোকদের চোখের সামনে সে বন্দুক দিয়ে গুলি চালায়। অবিলম্বে তাকে আইনের আওতায় না আনলে ভবিষ্যতে সে হবিগঞ্জে আরো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করতে পারে।
বক্তারা আরো বলেন, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের উপর প্রকাশ্যে হামলা চালানোর পরও বানিয়াচং থানার ওসি মামলা গ্রহণ করেননি। ওসি’র এ ধরণের আচরনে ক্ষুব্দ হয়ে তারা অবিলম্বে ওসি মোজাম্মেল হকের অপসারণের দাবি জানান। পাশাপশি সুশান্ত দাশকে অবিলম্বে আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন।
যুবলীগ নেতৃবৃন্দ আরো বলেন, সুশান্ত দাশ ও তার মাদক ব্যবসায়ী ভাইসহ সকল সহযোগীর হাতে অবৈধ অস্ত্র রয়েছে। যা দিয়ে তারা সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেন। শীঘ্রই তাদের হাত থেকে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় পথসভায় বক্তৃতা করেন মাধবপুর উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ফারুক পাঠান, বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেখাছ মিয়া, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, লাখাই উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহ রেজাউদ্দিন আহমেদ দুলদুল, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবলু রায়, হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, হবিগঞ্জ পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, হবিগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি শাহ মোঃ আরজু, শওকত আকবর সোহেল, হাজী মোঃ সামছু, আব্দুর রউফ মাসুক, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেখ উম্মেদ আলী শামীম, ফেরদৌস আহমেদ, মোঃ শাহ আলম সিদ্দিকী, বিপুল রায়, এম এ হাকীম, মাধবপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, বানিয়াচং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গুল আহমেদ কাজল, বাহুবল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ তারা মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিন, মাধবপুর পৌর যুবলীগের আহবায়ক একরামূল আলম লেবু প্রমুখ।