Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা আ.লীগের সভায় যুবলীগ নেতৃবৃন্দের উপর হামলার ঘটনায় নিন্দা ॥ দোষিদের শাস্তি দাবী

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান সেলিম ও নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ।
গত ৭ এপ্রিল সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, গত ৩ এপ্রিল বানিয়াচংয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি’র গণসংবর্ধনা থেকে ফেরার পথে যুবলীগ সভাপতির উপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ন্যাক্কারজনক হামলা করেছে সন্ত্রাসীরা। সভায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় যে কোনো পরিস্থিতির উদ্ভব হলে সংশ্লিষ্টদেরকেই দায়-দয়িত্ব বহন করতে হবে। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি এডঃ সিরাজুল হক চৌধুরী, শেখ সামছুল হক, মোঃ শরীফ উল্লা, এডঃ আবুল ফজল, এডঃ আলমগীর চৌধুরী, মুকুল আচার্যী, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক মশিউর রহমান শামীম, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সজিব আলী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তজম্মুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এডঃ মোছাব্বির বকুল, সদস্য আব্দুর রহিম, এডঃ সুলতান মাহমুদ, নজমূল হাসান, এডঃ কনক জ্যোতি সেন রাজু, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতচ্ছিরুল ইসলাম, জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবীর রেজা, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, আবুল কাশেম চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী প্রমুখ।