Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কোটি টাকা ব্যয়ে নিদনপুর স্কুলের নতুন ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের হাওর এলাকায় নিদনপুর গ্রামটি অবস্থিত। উন্নয়ন বঞ্চিত ছিল গ্রামটি। এমপি হবার পর নিজ থেকে জেনে এ গ্রামটিতে কেয়া চৌধুরী একাধিকবার পরিদর্শন করে বিদ্যুৎ, রাস্তাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে এ গ্রামের নিদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করে দিতে ১ কোটি ৪ লাখ টাকা বরাদ্দ নিয়ে আসেন। তাই বৃহস্পতিবার বিকেলে তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি কেয়া চৌধুরী।
উদ্বোধনী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, উন্নয়ন করতে এসেছি। বলতে হচ্ছে না, একের পর এক উন্নয়ন কাজ করে যাচ্ছি। তা আপনারা দেখছেন। আগামী দিনগুলোতেও আপনাদের পাশে থেকে উন্নয়ন কাজ করে যেতে চাই। পরিশেষে ধারাবাহিক উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে তিনি তৃণমূলের প্রতি আহবান জানান।
এতে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের তথ্য বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া তালুকদার, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, লামাতাশী ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, উপজেলা যুবলীগের আহবায়ক অলিউর রহমান অলি, যুগ্ম-আহবায়ক মোশাহিদ আলী, আব্ু হাই, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হরমুজ আলী, মেম্বার বিকাশ দাশ, ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শশাংক দাশ প্রমূখ।