Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে অপ-চিকিৎসায় শিক্ষিকা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, আয়া ও নার্সদের ভুল চিকিৎসা ও অবহেলার কারণে নবজাতক শিক্ষিকা সুফলা রাণী দাশের মৃত্যুর ঘটনায় বিভাগীয় তদন্ত ও দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম রব্বানীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, সহ-সভাপতি ছুরুক মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী, প্রধান শিক্ষক ফনি ভূষন রায়, সুব্রত দাশ, রফিক আহমেদ, মাহবুবুর রব ফনি, সাংবাদিক সলিল বরণ দাশ প্রমুখ। বক্তব্যে সুফলার স্বামী রিপন তালুকদার তার স্ত্রীর স্মৃতিচারন ও মর্মান্তিক এ ঘটনার বর্ণনা দিয়ে দোষীদের শাস্তির দাবী জানান। এছাড়া অন্যান্য বক্তাগণও সুফলার মৃত্যুর জন্য দায়িদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় পরবর্র্তীতের আন্দোলনের ডাক দিবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা। পরে শিক্ষক সমিতির পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
প্রসঙ্গত, গত বুধবার বিকেলে প্রসূতি নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশায় বসবাসরত রোকনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুফলা রাণী দাশ প্রসবের ব্যথা নিয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক, আয়া ও নার্সদের অপ-চিকিৎসা, অবহেলা, খামখেয়ালিপানা ও অব্যবস্থপনায় অধিক রক্তক্ষণের ফলে নবজাতকসহ সুফলা মারা যান।