Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মুক্তিযোদ্ধা জনতার মহাসমাবেশ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা জনতার মহা সমাবেশে অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে স্মৃতিসৌধের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং সেক্টর কমান্ডার সাবেক সেনা প্রধান মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীরউত্তম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবঃ এবিএম তাজুল ইসলাম তাজ এমপি, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল হেলাল মুর্শেদ খান, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী আব্দুল হান্নান খান, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, হবিগঞ্জ স্থানীয় সরকার উপ-পরিচালক শফিউল আলম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা যুগ্ম মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক, আলহাজ্ব শরিফ উদ্দিন, ক্যাপ্টন অবঃ কাজী কবির উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এডঃ মোহাম্মদ আলী পাঠান, ঢাকার কমান্ডার আমীর হোসেন মোল্লা, নরসিংদীর কমান্ডার মোতালেব, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, ফরিদপুরের কমান্ডার ফয়েজ হোসেন, মাধবপুর সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল মালেক মধু প্রমুখ। মুক্তিযোদ্ধা নেতারা ঐতিহাসিক তেলিয়াপাড়াকে জাতীয় দিবস ঘোষনা, ব্যবস্থাপক বাংলোকে মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর এবং স্মৃতিসৌধের উন্নয়নে পর্যাপ্ত আর্থিক বরাদ্দের দাবি জানান। সমাবেশে সদ্য প্রয়াত বীরবিক্রম আব্দুর রহমান এবং চা শ্রমিক সন্তান তীরন্দাজ বাহিনীর প্রধান রবীন উরাং সহ ৫ জনকে সম্মাননাপত্র দেওয়া হয়।