Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

১৩ সেপ্টেম্বর চুনারুঘাট থেকে মুক্তি পাচ্ছে রূপগাওয়াল ছবি

চুনারুঘাট প্রতিনিধি ॥ চানরুঘাটের কালেঙ্গা বন এলাকায় চিত্রায়িত অন্যতম ছবি রূপগাওয়াল ১৩ সেপ্টেম্বর চুনারুঘাট থেকে মুক্তি পাচ্ছে। রূপগাওয়াল ছবির কাহিনী, সংলাপ, চিত্র-নাট্য ও পরিচালনায় রয়েছেন হাবিবুর রহমান হাবিব । ছবিটি মুক্তির প্রথম দিনেই স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে চুনারুঘাটে মুক্তি পাবে। ছবিটিতে অভিনয় করেছেন- নিলয়, সিমলা, চম্পা, মাসুম আজিজ, সুমনা সুমি, অঞ্জলী, রবিন, আনোয়ার শাহী, মহসীনা স্বাগতা, দেবাশীষ রায় ও আলম সাকী। গানে কন্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, রিংকু, পারভেজসহ অন্যরা । ডিজিটাল ফর্মেটের ছবিটি দেখার অপেক্ষায় আছেন চুনারুঘাটবাসী। পরিচালক হাবিবুর রহমান হাবিব জানান, রূপগাওয়াল ছবিটির অন্যতম গল্প হলো, মুকাই ছোটবেলায় শিক্ষকের কাছে শুনতে পায় র্দীঘ গলার এক রাজকুমারীর বিবাহ জটিলতার গল্প। বড় হয়ে সে তেমুনি কাউকে খুজতে থাকে জীবন সঙ্গিনি করতে। পেশা হিসেবে বেছে নেয় লেইচ ফিতার। যেন সে মেয়েদের খুব কাছাকাছি যেতে পারে। এক সময় সে কাছাকাছি পেয়েও যায় একজনকে। কিন্তু কন্যার দুর্ধর্ষ গোয়ার পকৃতির পাচ ভাই-ই বড় বাধা। মেয়েটির আপত্তি নেই, যদি সে ভাইদের বস করতে পারে। সে সম্ভব শুধু বসের মন্ত্র শিখতে পারলে। আর আসল মন্ত্র সে শিখতে পারবে কামরূপ কামাক্ষার দেশে। মেয়েটির বিয়ে হতে এখনও ৫/৬ বছর বাকি। যথেষ্ট সময় আছে হাতে। তাই এবার সে ছুটে চলেছে বশের মন্ত্র শিখতে কামরূপ কামাক্ষার দিকে। ঘটতে থাকে নানান ঘটনা। পরিচালক আরো জানান, এ ছবিটি একটি ভিন্ন রূপে সৃষ্টি। এ ছবিটি প্রদর্শন করে দর্শকরা অনেক কিছু উপভোগ করতে পারবে। চুনারুঘাট নীলকন্ঠ সিনেমা হল থেকে ছবিটি মুক্তি পাবে। মুক্তির অপেক্ষায় আছেন চুনারুঘাটের দর্শক শ্র্রোতা।