Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করেছে বর্তমান সরকার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করেছে বর্তমান সরকার। জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়াও প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবাল কল্যাণ কেন্দ্র স্থাপন করায় গ্রামাঞ্চলের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়েছে।
গতকাল সোমবার সকালে শহরতলীর বহুলায় এডঃ মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়ে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হবিগঞ্জ জেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধনকালে প্রধান অতিথিল বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য ক্ষেত্রে যে পরিমাণ উন্নয়ন করেছে তা আর কোনো সরকার করতে পারেনি।
সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার সত্যজিত কুমার সাহা, জেলা শিক্ষা কর্মকর্তা অনিল কৃষ্ণ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান ও গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন।