Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে জাতীয় যুবসংহতির প্রতিষ্ঠা বার্ষিকীপালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে জাতীয় যুবসংহতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় যুবসংহতি হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগ এক আলোচনা সভা ও র‌্যালী বের করা হয়। জেলা জাপার দক্ষিণ শ্যামলীস্থ কার্যালয়ে জেলা যুবসংহতির সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ জালালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা সদস্য সচিব শংকর পাল। বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা কৃষক পার্টির সভাপতি গাজী মিজবা উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ময়না, শেখ কামাল মিয়া, এম এ হান্নান, জেলা ছাত্র সমাজের সভাপতি জোবায়েদ হোসেন, সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, জেলা যুবসংহতির নেতা মুরাদ আহমদ, আরব আলী, দিলীপ চন্দ্র বর্মন, রইছ আলী, বিশ্বজিৎ চৌধুরী, জুয়েল আহমেদ জীবন, সোয়েল আহমেদ রানা, হাকিম শেখ আশরাফ আলী, মাহমুদুল হাসান, নাসিম আহমেদ জামাল, শাহ আলম মিজান, অলিউর রহমান, এনামুল হক চৌধুরী, মইনুল হক চৌধুরী, মইন উদ্দিন, মোঃ জজ মিয়া, সিরাজুল ইসলাম, রাহিম আহমেদ, আব্দুল আওয়াল, হৃদয় চৌধুরী, শামীর আহমেদ, হোসাইন আজাদ হেলাল, বেলাল মিয়া, মুহিত মিয়া, আব্দুল জলিল, হান্নান শাহ, লোকমান মিয়া, আকাশ সরকার, নোমান আহমেদ, দিলু মিয়া, রুবেল ঘোষ, সজল দেব, ফজল মিয়া, নুরুল হক, বাচ্চু মিয়া, খাজা মঈন উদ্দিন খান, জজ মিয়া, মীজা আবুল কাশেম, মকছুদ মিয়া, শাহ আলম প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় যুবসংহতি জাতীয় পার্টি ভ্যানগার্ড। জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হলে যুবসংহতিকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।
এদিকে জাতীয় যুবসংহতির প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে যুবসংহতির সকল নেতাকর্মীসহ জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক আলহাজ্ব আতিকুর রহমান আতিক।