Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সিএনজি শ্রমিক দ্বন্দ্ব ॥ যাত্রী ভোগান্তি চরমে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ যাত্রী উঠা নামা নিয়ে নবীগঞ্জে সিএনজি শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে বন্ধ রয়েছে সিএনজি গাড়ী চলাচল। যে কোন মুহুর্তে ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা। অপর দিকে সিএনজি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
আউশকান্দি সিএনজি স্ট্যান্ড ম্যানেজার ও নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি স্ট্যান্ড ম্যানেজার, কাজিরবাজার পয়েন্ট, ইনাতগঞ্জ পয়েন্ট, গোপলাবাজার, সৈয়দপুর পয়েন্ট ম্যানেজারদের বেড়াজালে আটকে আছে তলের বিড়াল। সিএনজি চালক শ্রমিকদের কাছ থেকে জানা-যায়, আউশকান্দি সিএনজি স্ট্যান্ড ম্যানেজার পক্ষ নবীগঞ্জ থানা পয়েন্ট স্ট্যান্ড ম্যানেজার পক্ষের সাথে সমঝোতা না করে, কাজীর বাজার, মার্কুলী, ইনাতগঞ্জসহ আউশকান্দি কিবরিয়া চত্তর থেকে যাত্রী সিরিয়েল দিয়ে থাকেন। যদিও উল্লেখিত স্থানের মূল স্ট্যান্ড থানা পয়েন্ট। দুই স্ট্যান্ডের বেড়াজালে পড়তে হচ্ছে নবীগঞ্জে অবস্থানরত সকল শ্রমিকদের। এরই জের ধরে প্রায় ১ সপ্তাহ ধরে অনেক চালক শ্রমিক সিএনজিতে গ্যাস আনতে না পারায় গাড়ি চালাতে পারছে না,ফলে পরিবার নিয়ে হতাশায় তারা।দন্দ আর বেড়াজাল যেন নৃত্যনৈমিত্তিকে পরিণত হচ্ছে বেশির ভাগই সিএনজি স্ট্যান্ড দায়িত্বে থাকা লোকদের।এ নিয়ে সুশীল সমাজ ও বিশিষ্টজনরা বলছেন,রাস্তার মধ্যে যেখানে,সেখানে গাড়ি দাড় করিয়ে যাত্রী নেওয়াই গাড়ি চালক ও ম্যানাজার পক্ষের দন্দের একমাত্র কারন।তবে সাধারণ মানুষের কথা বিবেচনা করে অতি শীঘ্রই শ্রমিকদের দন্দ নিরসন করা কাম্য।শ্রমিকদের উত্তেজনা দিনে,দিনে বাড়তেই চলছে,এ যেন নিরসন করতে কারোই কোনো মাথা বেতা নেই।এ ব্যাপারে উভয় সিএনজি স্ট্যান্ড ম্যানাজার পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।নবীগঞ্জের বিভিন্ন সিএনজি চলাচল আচল হয়ে পড়েছে।এর পায়দা হাছিল করছে ইমা গাড়ি চালক শ্রমিকরা,অভিযোগ উঠছে বেশি ভাড়া আদায়ের।ভাড়া কেন বেশি হবে আওয়াজবিডি সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ইমা গাড়ি চালকরা বলেন,সিএনজি না থাকায় এখন বাধ্য হয়ে আমাদের গাড়িতে করে যেতে হবে তাই।