Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে কার্টিজ পেপার ও স্টাম্প অধিক দামে বিক্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে ৩ টাকার তের ইঞ্চি কার্টিজ পেপার ও স্টাম্প নির্ধারিত মুল্যের চেয়ে অধিক দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এতে বিচারপ্রার্থী ও আইনজীবিরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযোগ উঠেছে কতিপয় অসাধু ব্যক্তি জাল কার্টিজ পেপারও বিক্রি করছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে এবং বিচারপ্রার্থীরা প্রতারণার শিকার হচ্ছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিটি তের ইঞ্চি কার্টিজ পেপারের সরকারি মূল্য ৩ টাকা। কিন্তু আইনজীবি ও আইনজীবি সহকারি ও বিচারপ্রার্থীদের কাছ থেকে ২০ থেকে ২৫ টাকা করে আদায় করছে কতিপয় স্টাম্প ভান্ডার। এতে করে প্রতিদিনই তাদের সাথে হাতাহাতিসহ বাকবিতন্ডার ঘটনা ঘটে। এছাড়া স্ট্যাাম্প নির্ধারিত মুল্যের ছেয়ে ২০/৩০ টাকা অধিক দামে বিক্রি করা হয়।
কয়েকজন আইনজীবি জানান, প্রতিদিন হাজিরা, দরখাস্ত ও বিভিন্ন কাজে জেলা আইনজীবি সমিতির পক্ষ থেকে প্রায় ১ হাজারেরও বেশি কার্টিজ পেপার ব্যবহার করা হচ্ছে। এর অতিরিক্ত মূল্য রাখায় বিপাকে পড়েছেন তারা। এ ব্যাপারে কয়েকজন স্টাম্প ভান্ডার জানান, সরকারি কর্মচারিদের কাছ থেকে কমিশনের বিনিময়ে কার্টিজ পেপার আনতে হয়। তাই বেশি দামে বিক্রি করতে হয়।