Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন ২ জনের নামে মামলা দায়ের

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অবৈধ পন্থায় বালু উত্তোলনের অপরাধে দুই জনের নামে মামলা করেছে খনিজ সম্পদ মন্ত্রনালয়। গতকাল শনিবার চুনারুঘাট থানায় মামলাটি দায়ের করা হয়। এলাকাবাসি ও পুলিশ জানায়, শনিবার দুপুরে খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উপ সচিব গাজীপুর ইউনিয়নের উসমানপুর মৌজার আজিজ মিয়ার বাড়ির পাশের ইছালিয়া ছড়া থেকে চেকানগর গ্রামের এমরানুল হক তালুকদারসহ একদল লোক বালু উত্তোলন করছিলো। বিষয়টি উপ সচিব আশরাফুল আবেদিনের নজরে আসলে তিনি ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের বৈধ কাগজপত্র দেখতে চান কিন্তু বালু উত্তোলন কাছের শ্রমিকরা তা জানেন না এবং বালুর মহালটি এমরানুল হক তালুকদারের বলে জানায়। বালু উত্তোলনের স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেন নি এমরান। এ সময় আশরাফুল আবেদিন বালু উত্তোলন কাজে ব্যবহৃত মেশিন-পাইপসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে তা আগুনে পুড়িয়ে দেন। অবস্থা বেগতিক দেখে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ব্যপারে এমরানুল হক তালুকদার ও আঃ মালেক নামের দুই ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়েছে।