Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের শায়েস্তানগরে প্রবাসীর কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই সহোদরকে কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে এক প্রবাসির কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই সহোদরকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে দুই সহোদর জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তারা হল শায়েস্তানগর এলাকার ইটালি হাউজের বাসিন্দা মৃত আব্দুল খালেক ওরফে ছেনু মিয়ার পুত্র মুখলেছুর রহমান তনু (৪৫) ও আবিদুর রহমান ইমন (৩৩)।
মামলার বিবরণে জানা যায়, কুমিল্লা সদরের মুগুলটুলি গ্রামের বেলজিয়াম প্রবাসি অসীম উদ্দিন সরকারসহ তার পরিবারের লোককে ইটালি পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে ১ কোটি টাকা হাতিয়ে নেয় আসামীরা। কিন্তু ইটালি না পাঠিয়ে প্রতারণা শুরু করলে বিষয়টি অসীম উদ্দিন সরকার তার শ্বশুরকে জানালে তিনিসহ মুরুব্বীরা সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হকের উপস্থিতিতে সালিশে বসেন। উক্ত সালিশে টাকা নেয়ার কথা আসামীরা স্বীকার করে। তারা কিছুদিনের মধ্যে টাকা ফেরত দিবে বলে মুরুব্বীদের আশ্বস্থ করে। পরে তারা টাকা না দিয়ে সময় কর্তন করে। এক পর্যায়ে আসামীরা শহরে একটি বাসা নির্মাণ করে। মামলার অন্য আসামীরা হল মুহিবুর রহমান রিপন ও আহমেদ সুহেল। তারা পলাতক রয়েছে। বাদি তার আরো উল্লেখ, করেন আসামীরা নারী পাচারকারী, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।