Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুশান্ত দাশের সাথে সদর থানায় যুবকের হাতাহাতি

স্টাফ রিপোর্টার ॥ আমার এমপি ডটকমের চেয়ারম্যান ইংল্যান্ড প্রবাসী সুশান্ত দাশ গুপ্ত এর সাথে রাহুল নামে যুবকের হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে সদর থানার ভিতরে এ ঘটনাটি ঘটে।
বিষয়টি রাহুলের সঙ্গীরা জানতে পারলে শতাধিক যুবক থানায় গিয়ে জড়ো হয়। এ সময় সুশান্ত দাশ গুপ্তকে । পরে থানায় গিয়ে তিনি রক্ষা পান। যদিও তিনি বিষয়টি অস্বীকার করে বলেন লাঞ্ছিত নয়, তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে সুশান্ত দাশ গুপ্ত সদর থানায় রাহুল সহ কতেক যুবলীগ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ করতে যান। এ সময় উপস্থিত রাহুলকে দেখতে পেয়ে সুশান্ত তাকে তেড়ে যান। এ সময় সুমান্ত ও রাহুলের মাঝে ঠেলা ধাক্কাধাক্কি হয়। পুলিশ তাদেরকে নিবৃত্ত করেন। এ ঘটনার খবর পেয়ে রাহুলের সঙ্গী শতাধিক যুবক থানায় ছুটে যান। অবস্থা বেগতিক দেখে পুলিশ নিরাপত্তার স্বার্থে সুশান্তকে তাদের হেফাজতে রাখেন। এ সময় যুবকরা থানার সামনে বিক্ষোভ করেন। এ সময় দুইপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের আশ্বস্থ করলে বিক্ষোভ তুলে নেয়া হয়। সুশান্ত দাশ গুপ্ত জানান, গত বুধবার রাতে তাঁর হবিগঞ্জের বাসার সামনে এসে রাহুল নামের ব্যক্তি হুমকি দেয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে তিনি হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দাখিল করতে যান। এ সময় রাহুল থানায় অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর রাহুল স্থানীয় কিছু নেতাকর্মীদের নিয়ে থানা ভবন ঘেরাও করে ফেলেন। এতে সকাল থেকে থানায় অবরুদ্ধ হয়ে পড়েন তিনি। বিকেল ৫টায় সুশান্ত বলেন, সকাল থেকে এখন পর্যন্ত থানার ভেতরে আমি অবরুদ্ধ অবস্থায় আছি। তবে সন্ধ্যার দিকে পুলিশ ৬টার দিকে তিনি থানা থেকে বেরিয়ে আসেন। হবিগঞ্জ সদর থানার (ওসি) ইয়াসিনুল হক বলেন, গতকাল বৃহস্পতিবার সুশান্ত একটি মামলা করতে এসেছেন। এ ব্যাপারে তাঁর সাথে কথাবার্তা হয়।