Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জ পৌরসভায় সভা অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে এডভোকেসী ও ওরিয়েন্টেশন সভা। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ পৌরভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। মেয়র বলেন শিশুদের সুস্থ, সবল হয়ে বেড়ে উঠার জন্য কৃমি নিয়ন্ত্রন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। তাই জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহকে সফল করে তোলতে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন কৃমির নেতিবাচক প্রভাব হতে শিশুদের মুক্ত রাখতে যথাযথ নিয়মাবলী বজায় রেখে তাদেরকে ঔষধ খাওয়াতে হবে। এডভোকেসী ও ওরিয়েন্টেশন সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল, ডাঃ দেবলীনা দাসগুপ্ত প্রমুখ। সভায় জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ কর্মসূচীর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা আগামী ১ হতে ৭ এপ্রিল তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহকে সফল করে তোলতে এবং এবং এ ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলতে সকলের প্রতি আহবান জানান।