Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ-ডাঃ মুশফিক চৌধুরী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের মাসে বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে যুক্ত হলো অনন্য এক অর্জন। স্বাধীনতা লাভের ৪৭ বছর পর জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর চ্যালেঞ্জ গ্রহণ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু এখন দৃশ্যমান। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকার অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলো এখন বিশ্ব মডেল। দেশরতœ শেখ হাসিনা সরকারের উন্নয়ন তৃণমুল পর্যায়ের মানুষ এখন ভোগ করতে পারছে। দেশের সকল ক্ষেত্রে চলমান উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। গতকাল বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ কায়স্থ গ্রামে আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম সেলিমের বাড়িতে উন্নয়নমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউপি আওয়ামী লীগের উপদেষ্ঠা শাহ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও ইমরান তালুকদার এর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিন্দ্র লাল ধর, সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ, স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জুল ইসলাম বকুল, ইউপি সদস্য স্বপন। এতে বক্তব্য রাখেন, ইউপি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাপ্তান মিয়া, উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমদ, অয়তুন মিয়া, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইউপি সদস্য শাহ্ জুবায়ের আহমদ, ইউপি স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জি এম স্বপন, লুতফুর রহমান প্রমুখ।