Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। ওইদিন সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন ও ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিনের সূচনা হয়। নবীগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, পৌর পরিষদ, বিএনপি ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়েছে। সকাল ১০ টায় নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান ও অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমান। এ সময় পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী এবং স্কাউট দল তাদের প্রতি সালাম ও অভিবাদন প্রদান করেন। পরে স্কুলের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্টান অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠন ও সাবেক চেয়ারম্যান আব্দুর রউপ, মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন (বীর প্রতিক), আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ নাজরা চৌধুরী, অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।