Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূতি উপলক্ষে প্রেস ব্রিফিং

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে সোমবার রাত সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে চূড়ান্ত প্রস্তুতি বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও সাবেক সচিব অশোক মাধব রায়। আহ্বায়ক বলেন, আগামী ৩১ মার্চ ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবে হবিগঞ্জ-৩ সংসদীয় আসনের এমপি এডঃ মোঃ আবু জাহির, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন। তিনি বলেন, এ বিদ্যালয়ের ৮০টি ব্যাচ থেকে সর্বমোট ৪ হাজার ৬০৫জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশনভূক্ত হয়েছেন। এছাড়াও রেজিষ্ট্রেশনভূক্তদের সন্তান, স্বামী-স্ত্রী গাড়ী চালকসহ মোট অংশগ্রহণকারী ৫ হাজার ৩৮৮ জন। থাকবেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, শতবর্ষ পূর্তি উৎসব কমিটির উপদেষ্টা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, কমিটির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম হারুন, আব্দুলাহ সরদার, রেজিষ্ট্রেশন কমিটির আহ্বায়ক ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ.স.ম আফজল আলী, প্রচার কমিটির আহ্বায়ক সৈয়দ তানভীর আহমেদ জুয়েল, সাংস্কৃতিক কর্মীর আহ্বায়ক বাবুল মলিক, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ মহিবুর রহমান, এডঃ মীর গোলাম মোস্তফা, সহকারি অধ্যাপক নাছরিন হক ও হারুন সাঁই প্রমুখ।