Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাতিসংঘের কমিশন অফ দা স্ট্যাটাস অফ উইমেনের অধিবেশনে অংশগ্রহণ করেছেন হবিগঞ্জের কৃতিসন্তান ডাঃ জাকিয়া জাহান

স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘের কমিশন অফ দা স্ট্যাটাস অফ উইমেন-এর ৬২তম অধিবেশনের সাইড ইভেন্টে বাংলাদেশী আমেরিকানদের পক্ষে ফেম-এর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার জাকিয়া জাহান। নিউইয়র্কে জাতিসংঘের এই অধিবেশনটি ১২ থেকে ২৩শে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়। ডাঃ জাকিয়া জাহান অধিবেশনে বাংলাদেশ সরকারের প্রশংসা করে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং তত্ত্বাবধানে এমডিজিও নারী ক্ষমতায়নের লক্ষ্য মাত্রা অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্প্রতি দক্ষিণ এশীয় দেশ গুলির মধ্যে বাংলাদেশ টানা/পরপর দ্বিতীয় বারের মত জেন্ডার ইকয়ুয়ালিটি’তে প্রথম স্থান অর্জন করে। দ্যা ফোরাম জেন্ডার গেপ ইনডেক্স ২০১৭ সালে বাংলাদেশ চারটি প্রধান ক্ষেত্র সমূহ শিক্ষা, অর্থনিতিক অংশগ্রহন, স্বাস্থ্য এবং রাজনৈতিক ক্ষমতায়নে সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ সরকার কিশোর স্বাস্থ্য ও শিক্ষা উভয়কেই অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, নারীর স্বাস্থ্য এবং সন্তানধারণ ক্ষমতা সম্পর্কে উপলব্ধি না করে নারী পুরুষ সমতা ও নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। প্রজনন স্বাস্থ্যসহ নারীর সার্বিক স্বাস্থ্য সচেতনতা তাঁদের ক্ষমতায়নের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ডাঃ জাকিয়া ফেম-এর শিক্ষা নিয়ে আলোচনায় বলেন, ফেম শিক্ষা বিজ্ঞান ও প্রমান ভিত্তিক এবং পাশাপাশি ধর্মীয় এবং সাংস্কৃতিক আদর্শের প্রতি সম্মান প্রদর্শন করে। ফেম পদ্ধতি অত্যন্ত কার্যকরী এবং আকর্ষণীয় কারণ এটি কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাডা প্রজন্ম নিরোধক পদ্ধতি ও শিক্ষা প্রদান করে এবং নারীদের সু-স্বাস্থ ও পরিবার গঠন করতে সাহায্য করে। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক মান্য বরবার্নারডিতো আঝুয়া, মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া আরো বক্তব্য রাখেন, ফেম ফাউন্ডশনের সিইও এ্যানা হ্যাল্পাইন, ডাঃ ডন বৌর্চাড, ডাঃ মার্টিনা।
উল্লেখ্য, ডাঃ জাকিয়া জাহান নিউইয়র্কে বসবাসরত হবিগঞ্জ জেলার কৃতি সন্তান রাজনীতিবিদ ও সংগঠক এবং কুইন্সকা উন্টির জুডিশিয়াল ডেলিগেইট মনজুর চৌধুরীর সহধর্মীনি।