Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং উপজেলা নির্বাচন ২৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ পঞ্চম পর্যায়ে অনুষ্ঠেয় বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ২৩ প্রার্থীর মধ্যে গতকাল বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলার ৭ চেয়ারম্যান, ১১ ভাইস চেয়ারম্যান ও ৫ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম, প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান পদে আমীর হোসেন মাস্টার (হেলিকপ্টার), আবুল কাশেম চৌধুরী (মোটর সাইকেল), মোঃ ইকবাল হোসেন খান (কাপ-পিরিচ), মোঃ ছাদিকুর মিয়া তালুকদার (চিংড়ি মাছ), মোঃ নুরুল আমীন চৌধুরী (দোয়াত-কলম), শেখ বশির আহমদ (ঘোড়া), হুমায়ুন কবির রেজা (আনারস) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে আব্দুল জলিল ইউসুফী (বই), নিলেশ দাস (মাইক), প্রিয়তোষ রঞ্জন দেব (বৈদ্যুতিক বাল্ব), ফরহাদ হোসেন বকুল (টিউবওয়েল), মোঃ আহাদ মিয়া (ঘুড়ি), ইকবাল বাহার খান (চশমা), মোঃ এহতেশামুল হক (উড়োজাহাজ), মোঃ ফারুক আমীন (সিংহ), শেখ মোঃ ইব্রাহিম খলিল (জাহাজ), স্মৃতি চ্যাটার্জি কাজল (টিয়াপাখী), হাজী শেখ ফরিদ আহামদ (তালা) প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহেনারা আক্তার (প্রজাপতি), তানিয়া খানম (পদ্ম-ফুল), মোছা. জেসমিন চৌধুরী (কলস), মোছা. ফেরদৌস আক্তার ঠাকুর (হাসঁ), মোছা: বেলী ইসলাম (ফুটবল) প্রতীক পেয়েছেন। আগামী ৩১ মার্চ বানিয়াচং উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৯৫৭ জন এবং কেন্দ্র সংখ্যা ১০৫ টি।