Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে দু’দল চা শ্রমিকের সংঘর্ষে আহত শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল চা-শ্রমিকের সংঘর্ষে আহত বাদল ঝরা অজিত (৩০) নামের যুবক মারা গেছেন। গতকাল শুক্রবার সকালের দিকে হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ওই বাগানের সুভাষ ঝরার ছেলে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে চাকলাপুঞ্জি চা বাগানের ছনবাড়ি এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টায় চাকলাপুঞ্জি চা বাগানের ছনবাড়ি এলাকার জনৈক লিটন নায়েক উচ্চস্বরে সাউন্ডবক্সে গান বাজালে এতে বাদল ঝরা প্রতিবাদ করেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে বাদল ঝরা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট ও পরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে বাদল ঝরা মারা যান। খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে বলরাম বাড়াইকের পুত্র শশী কুমার বাড়াইক (৩০) ও খোকন বাড়াইক (২৮) এবং দিলিপ বাড়াইকের পুত্র দিপক বাড়াইক (৩৩) সহ ৩ জনকে গ্রেফতার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।