Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জের সাবেক জজ সিতার মিয়ার জানাযায় মানুষের ঢল

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার কৃতি সন্তান অবসরপ্রাপ্ত দায়রা জজ আজিজুল হক ওরফে সিতার মিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বাদ জুমা বিকাল ৫ টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার মাঠে অনুষ্ঠিত তাঁর জানাজা লোকারণ্যে পরিণত হয়। হবিগঞ্জ, ঢাকা, সিলেটসহ বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লি জানাজায় অংশ নেন। এ ছাড়া ও পৌর মাঠে বিভিন্ন ধর্মের আরো শত শত মানুষ তাদের প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে আসেন। মরহুমের জানাজা পড়ান জগতপুর মসজিদের ইমাম ড. ফুরুক আহমেদ। উল্লেখ্য, গত ২২ মার্চ দুপুর ১২ ঘটিকায় ঢাকা স্কয়ার হাসপাতালে বার্ধক্য জনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। সিতার মিয়ার শেষ বিদায় যাত্রায় অংশ নিতে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আব্দুল মুকিত, এডভোকেট হুমায়ন কবির সৈকত, জাতীয় পার্টির নেতা শংকর বাবু, আলহাজ্ব করম আলি, আব্দুল ছালাম, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আলি, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুর রহমার, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নওরোজুল ইসলাম চৌধুরী, আ.স.ম আফজল আলি রুস্তম, প্রভাষক জালাল উদ্দিন রুমি, মরহুমের বড় ছেলে লন্ডন প্রবাসী আমিরুল হক সুয়েল, ও দুই মেয়ের জামাতা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।