Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের ডা. সাহিরা চৌধুরীর ইন্তেকাল

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা সদরের প্রথমরেখ এলাকার বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতের প্রফেসর প্রয়াত ড. আব্দুল কুদ্দুস’র সহধর্মির্নী মহিলাও গাইনী বিশেষজ্ঞ ডা. সাহিরা চৌধুরী (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। গতকাল শুক্রবার বেলা ২টায় সিলেট উপ-শহরের বাসায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি নিঃসন্তান ছিলেন। বাদ এশা জানাযার নামাজ শেষে হযরত শহাজালাল (রহ.) এর দরগাহতে সমাহিত করা হয়।
উল্লেখ্য, ডা. সাহিরা চৌধুরী বানিয়াচঙ্গের পুত্রবধূ এবং তাঁর পৈতৃক বাড়ি নবীগঞ্জের বেতাপুর গ্রামে। তিনি কাস্টমসের উর্ধ্বতন কর্মকর্তা প্রয়াত গোলাম রব্বানী চৌধুরীর কন্যা এবং সাবেক সচিব আ.ফ.ম ইয়াহিয়া চৌধুরীর ভাগ্নি। ডা. সাহিরা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’র সম্পাদক মন্ডলীর সভাপতি রোটারিয়ান আলহাজ্ব রেজাউল মোহিত খান, ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ কাজী মাওঃ মুফতি আতাউর রহমান।