Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে এনাতাবাদ গ্রামের উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করণে উন্মোক্ত সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের ৮নং ওয়ার্ডভুক্ত এনাতাবাদ গ্রামের উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করণে উন্মোক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় বাংলাবাজারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ইউপি সদস্য সাংবাদিক এম এ বাছিত। পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন মাওঃ শেখ আব্দুল মুকিত। প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা। ইউপি সচিব মোঃ শাহজাহান মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হাছান চৌধুরী, ইউপি সদস্য মোঃ আব্দুস সোবহান, সংরক্ষিত সদস্য রাজিয়া বেগম, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সিরাজুল ইসলাম মাষ্টার, সাবেক ইউপি সদস্য মোঃ মানিক মিয়া, বিশিষ্ট মুরুব্বী ছাদির আহমদ, তরুন সমাজসেবক হাজী তাহিদুর রহমান, মোঃ লেবু মিয়া, তাহিদ উল্যা, আফজল মিয়া, কুদ্দুস মিয়া, ময়না মিয়া, আব্দুল হাই, আব্দুল মুকিম, আওয়ামীলীগ নেতা বশর মিয়া তালুকদার, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, মোঃ আব্দুল মুমিন, জাবক্স মিয়া, আলী আহমদ, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মোঃ সেলিম মিয়া, মোঃ আবিদুর রহমান, রেজান উল্যা, জলফু মিয়া প্রমূখ।
আয়োজিত সভায় ইউনিয়ন পরিষদ কর্তৃক এলজিএসপির আওতায় ইটসলিং, কালভার্ট, গভীর নলকূপ স্থাপন, সেলাই মেশিন বিতরণ, কর্মসূচী প্রকল্পের আওতায় সড়ক নির্মাণ এবং বিভিন্ন প্রকারের ভাতা প্রদান, ভিজিডি, ভিজিএফ, কৃষকদের সার ও নগদ টাকা বিতরণ ছাড়াও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের কর্মপরিকল্পনা নিয়ে জনগণকে অবহিত করা হয়।
এছাড়াও উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে উপস্থিত জনগণের মতামত গ্রহণ এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান আলী আহমেদ মুসা। আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।