Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রাইয়াপুর উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃত্তি, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রতি বছরের ন্যায় গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের রাইয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাইয়াপুর উন্নয়ন সংস্থার উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বার্ষিক বৃত্তি ও সনদপত্র প্রদান, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্টিত হয়। রাইয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মিরাশ উদ্দিনের সভাপতিত্বে এবং রাইয়াপুর উন্নয়ন সংস্থার সাবেক সহ-সভাপতি মিসবা জামানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন রাউস এর উপদেষ্টা আব্দুল হালিম, মাওঃ আনছারুল ইসলাম, লুৎফুর রহমান প্রমূখ। অনুষ্টানে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সাবেক মেম্বার মস্তাহিদ মিয়া, সজলু মিয়া, রাইয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ, রাউসের সহ-সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক শাহজামান, সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, কোষাধ্যক্ষ সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার বাবর, সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ, প্রচার সম্পাদক মাহফুহ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হুসেন, ইউকে প্রবাসী সাবেক প্রচার প্রচার সম্পাদক সামছু জামান, রাউসের সদস্য ফয়েজ জামান, সাবেক সহ-ক্রীড়া সম্পাদক রাহুল আহমেদ, মাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, সোহাগ, তুহিন, রুকন, এলেমান, রবিন, শাহরিয়া, রুবেল, জমির, রুমন, সাকিব, গালিবসহ উপস্থিত ছিলেন রাইয়াপুর গ্রামের মুরব্বিয়ান ও যুবকবৃন্দ। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন রাউস এর সভাপতি আলাল আহমেদ। বক্তরা বলেন, প্রাতিষ্টাানিক শিক্ষাই আসল শিক্ষা নয়, আসল শিক্ষা হল তার পরিবার থেকে অর্জিত শিক্ষা। তাই পারিবারিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে।