Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে বাস-সিএনজি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে যাত্রীবাহি বাস ও সিএনজি অটো রিকশা সংঘর্ষে সিএনজি চালক সহ ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের যশমঙ্গল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সিএনজি অটোরিকশা চালক উপজেলার শংকরপুর গ্রামের তুলা মিয়ার ছেলে ফরহাদ মিয়া (২৮) ও একই গ্রামের বেলা মিয়ার ছেলে নুর আলী (৪০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর বেলায় চালক ফরহাদ মিয়া একই গ্রামের নুর আলীকে সাথে নিয়ে অটো রিকশা নিয়ে শায়েস্তাগঞ্জ গ্যাস পাম্প থেকে গ্যাস নেয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে রওয়ানা হয়। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার যশমঙ্গল দয়াল ব্রিকসের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি অটো রিকশাটি দুমড়ে-মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই ফরহাদ মিয়া ও নুর আলী মারা যান। এদিকে ঘাতক বাসটি ভোর বেলায় রাস্তা ফাঁকা দেখে লোকজন আসার আগেই ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক ঘটনাস্তলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।