Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ১০ টাকা কেজি চাল কালোবাজারে বিক্রির দায়ে ডিলার বাতিল ॥ তদন্ত কমিটি

স্টাফরিপোর্টার ॥ বানিয়াচংয়ে ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির প্রাথমিক সত্যতা পাওয়ায় খাদ্য বান্ধব হতদরিদ্র কর্মসূচীর ডিলার মোঃ হাফিজুর রহমান এর ডিলারশীপ বাতিল করা হয়েছে। এ ঘটনা তদন্তে উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদকে আহবায়ক ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদ হোসেনকে সদস্য সচিব এবং বানিয়াচং খাদ্য গুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীপক চন্দ্র দাশকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুঃ আসাদুজ্জামান এ তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট প্রেরনের জন্য বলা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার রাতে উপজেলা সদরের ৫/৬নং বাজারে কালিকাপাড়া গ্রামের হাজী রফিক মিয়ার ছেলে বাজারের মুদি দোকানী শফিক মিয়ার দোকানে গিয়ে সরকারী ১১ বস্তা চাল দেখতে পান এলাকাবাসী। বিষয়টি বাজারের সভাপতি মকবুল মিয়া, সেক্রেটারী আঙ্গুর মিয়া ও ২নং ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খানকে জানালে তারা একত্রিত হয়ে এ চাউল কোথায় থেকে পেয়েছে জিজ্ঞাসা করেন। জবাবে সে বাজারের ১০ টাকা কেজির ডিলার যুবলীগ নেতা হাফিজ এর কাছ থেকে কিনেছে বলে স্বীকার করে। এ সময় চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান ইউএনও মুঃ আসাদুজ্জামানকে ফোন করলে দোকানী দৌড়ে পালিয়ে যায়। পরে ইউএনও মুঃ আসাদুজ্জামান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদ হোসাইনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। এ সময় সহস্র্রাধিক জনতা সমস্বরে ডিলার হাফিজের বিরুদ্ধে ওজনে কম দিয়ে কালোবাজারে ১০ টাকা কেজির চাল বিক্রির অভিযোগ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ সময় ইউএনও ও খাদ্য নিয়ন্ত্রক কালোবাজারে বিক্রি হওয়া ১০ টাকা কেজি দরের ১১ বস্তা ১৪ কেজি সরকারী চাল মুদি দোকানী শফিকের দোকান থেকে জব্দ করে গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খানের কাছে হস্তান্তর করেন। এ সময় ইউএনও জনতার উদ্দেশ্যে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে নির্দেশ দেন।