Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চৌধুরী আব্দুল গণি-আছিয়া খাতুন চৌধুরী শিক্ষা কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার ॥ চৌধুরী আব্দুল গণি-আছিয়া খাতুন চৌধুরী শিক্ষা কল্যাণ ট্রাস্ট হবিগঞ্জের উদ্যোগে অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বিকালে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাষা সৈনিক সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট চৌধুরী আব্দুল হাই। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চৌধুরী আব্দুল গণি-আছিয়া খাতুন চৌধুরী শিক্ষা কল্যাণ ট্রাস্ট দরিদ মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশে যে ভূমিকা রাখছে তা অন্যদের জন্য অনুকরণীয়। এডভোকেট চৌধুরী আব্দুল হাই মা-বাবার প্রতি শ্রদ্ধা রেখে এ ট্রাস্ট গঠন করে শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের এ ধারা ভবিষ্যতে আরো সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, হবিগঞ্জ বারের সভাপতি এডভোকেট আফিল উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান, বারের সাবেক সভাপতি চৌধুরী এডভোকেট আশরাফুল বারী নোমান, এডভোকেট আব্দুল মোতালিব চৌধুরী, বৃন্দাবন সরকারী কলেজের সাবেক প্রিন্সিপাল ইকরামুল ওয়াদুদ, মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুজ জাহের। বক্তব্য রাখেন এডঃ মোঃ ইসমাইল, এডঃ মোঃ ইমান উল্লাহ, এডঃ আব্দুস ছবুর তরফদার, হবিগঞ্জ ব্যকস্ এর সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন, এডঃ মাহফুজুর রহমান চৌধুরী, তাহমিনা বেগম গিন্নি, এডঃ রুহুল হাসান শরীফ, এডঃ শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল, এডঃ মনমোহন দেবনাথ, মোড়লী ধর দাস, লায়ন বজলুর রহমান, লায়ন এডঃ সেলিম।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহীনুর কামাল। সভা পরিচালনা করেন গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন। আলোচনা সভা শেষে ৯টি স্কুল ও কলেজের অর্ধশতাধিক মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।