Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অস্বাস্থ্যকর পরিবশে মিষ্টিসহ খাবার তৈরীর অপরাধে আদি গোপালসহ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রি ও পরিবেশনসহ বিভিন্ন কারণে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার বিকেলে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। তিনি জানান, অভিযানে দই এর বক্সের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় শহরের আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশের জন্য জয় গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার টাকা, আল নোহা রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় শতম স্ন্যাকসকে ১ হাজার টাকা এবং পোড়া তেলে খাবার তৈরির অপরাধে আড্ডা ফাস্টফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্য দেওয়ান মিয়া ও এসআই রুহুল আমিন।