Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গোজাখাইড় স্কুলে ৮৩ লাখ টাকা ব্যয়ে ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোজাখাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৮৩ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ’র ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী। তৃণমূল লোকজনকে সাথে নিয়ে তিনি এর উদ্বোধন করেন। উদ্বোধনীয় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে ৮৩ লাখ টাকা বরাদ্দ নিয়ে এসেছি। এ বরাদ্দে গোজাখাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হচ্ছে। কোমলমতি শিশুরা এ ভবনে বসে পাঠ শ্রবণ করতে পারবে। তারা সুশিক্ষা গ্রহণ করে আগামী দিনে দেশসেবায় নিজেদেরকে নিয়োজিত করবে। সরকার তৃণমূলে সুশিক্ষার আলো ছড়িয়ে দিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। এতে সুফল আসছে। এভাবে নবীগঞ্জ-বাহুবল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব এনে দিচ্ছি। স্কুল ও কলেজের জাতীয়করণ এনে দিয়েছি। একইভাবে স্থানে স্থানে জনকল্যাণে উন্নয়মূলক কাজ করছি। ঘরে ঘরে জননেত্রীর উপহার হিসেবে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক অনুপ কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমদ খালেদ, সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি মিনু, কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি ছালিক মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুদাব্বির হোসেন ময়না মিয়া, সাধারণ সম্পাদক রহমত আলী, সহ-সম্পাদক রাশ বিহারী দেব, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাস্টার কনর আলী, সাধারণ সম্পাদক ইমান আলী তালুকদার, সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, দাতা সদস্য এডঃ নিজামুল হক লস্কর, কৃষকলীগের সাবেক সভাপতি শেখ সাজিদ মিয়া, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দাল মিয়া তালুকদার, প্রধান শিক্ষক মুহিতুর দাশ তালুকদার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ভানু দাশ, যুবলীগ নেতা এস এম শাহিদুর রহমান প্রমূখ। এ সময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও তৃণমূলের লোকজন উপস্থিত ছিলেন।