Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের সৈয়দ হাসান আলী প্রাইমারী স্কুলের শিক্ষিকাদের বিরুদ্ধে নানা অভিযোগ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের পীরেরগাঁও সৈয়দ হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজিরা খাতুন ও সহকারী শিক্ষিকা মিনারা আক্তার ও সুফিয়া আক্তারের বিরুদ্ধে স্কুল ফাকি ও অনিয়মের অভিযোগ উঠেছে। পীরেরগাঁও গ্রামের তাছলিমা আক্তার (মিতা) গতকাল রবিবার চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ অভিযোগ প্রদান করেন।
অভিযোগে জানা যায়, ওই ৩ জন শিক্ষিকা বিদ্যালয়ে নিয়মিত আসেন না। সঠিকভাবে ক্লাসে পাঠদান করেন না। কোন ছাত্রছাত্রী স্কলে  ভর্তি করার নিয়ে গেলে তারা ভর্তি করেন না। এ ব্যাপারে কোন অভিভাবক তাদের কাছে জানতে চাইলে তারা অসৌন্যমুলক আচরণ করেন। এমনকি নাম কেটে স্কুল থেকে বের করে দেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, ছাত্র/ছাত্রীরা স্কুলে এলেও শিক্ষিকা কেউ নেই। স্কুল বন্ধ থাকায় ছাত্রছাত্রী বারান্দায় বসে সময় কাটাচ্ছে। এ ব্যাপারে শিক্ষিকাদের সাথে আলাপ করলে তারা বলেন- কোন অভিভাবক অভিযোগ দিলে এতে আমাদের কিছু করার নেই।