Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ব্যকস সভাপতি আকল মিয়ার খুনীদের বিচারের দাবীতে পরামর্শ সভা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামাতের উপজেলা সভাপতি শহীদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার খুনীদের বিচারের দাবীতে সর্বদলীয় সংগ্রাম পরিষদের উদ্যোগে পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে। শহরের নিরঞ্জন প্লাজায় বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হয়। চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে ও ব্যবসায়ী সাজিদুল ইসলাম সাজিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক কাউছারুল গণি, বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব ছুরুক আলী মীর, আলহাজ্ব মাওঃ আব্দুল কাদির, আলহাজ্ব মাওঃ মোহাম্মদ আলী, ব্যকস সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান মাসুদ, ইমান আলী, সজল দাস, মাওঃ আব্দুল কাইয়ূম তরফদার, মাওঃ শেখ মোশাহিদ আলী, আলহাজ্ব শামছুল হক তালুকদার, আব্দুল মালেক মেম্বার, ব্যবসায়ী নূরুল ইসলাম তোতা, সাইফুল আলম রুবেল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু, আলহাজ্ব আব্দুল কাদির সরকার, আব্দুল জলিল, কাউন্সিলর মরতুজ সর্দার, মিজানুর রহমান মিজান, মামুনুর রশীদ, সৈয়দ আবু নাঈম হালিম, সোহেল আরমান, শফিউল আলম জুয়েল, আজগর আলী, আঃ জাহির প্রমুখ। পরামর্শ সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ২০ মার্চ হবিগঞ্জ জেলা প্রশাসক ও হবিগঞ্জের পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান ও ২১ মার্চ সারা উপজেলায় ১দিনের হরতাল কর্মসূচি পালনের ঘোষণা করা হয়।