Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রতিযোগিতার মধ্য দিয়েই জাতীয় দলের ক্রিকেটার তৈরি হয়-মুশফিক চৌধুরী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, খেলাধুলা শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে সহায়তা করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মগ্ন থাকলে যুব সমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করে। প্রতিযোগিতা মূলক ক্রিকেট খেলার মধ্য দিয়েই জাতীয় দলের ক্রিকেটার তৈরি হয়।
নবীগঞ্জের বাউসা যুব সংঘের উদ্যোগে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
গতকাল শনিবার আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন বাউসা যুব সংঘের সভাপতি ও সামাজিক সংগঠন অগ্রযাত্রা নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলী হাছান লিটন। বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মনসুর চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ মেম্বারস এসোসিয়েশন এর সভাপতি এড. সুলতান মাহমুদ, জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল মালিক ও নুরুল আমিন ওসমান, বাউসা হাফিজিয়া মাদ্রাসার সিনিয়র সহ সভাপতি মোঃ কাওছার আহমদ, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ শফিকুর রহমান, নবীগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী শাহ মাসুক মিয়া, বাউসা জামে মসজিদের মোতাওল্লী হাজী মোঃ তৈয়ব উল্লাহ, বাউসা যুব সংঘের উপদেষ্ঠা বিভূ আচ্যার্য্য, মোঃ এখলাছ আহমদ, আব্দুল হক লিটন, বাছিতুর রহমান চৌধুরী, আলমগীর হোসেন প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন বাউসা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ শাহীন ও ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আবুল মিয়া। এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নুর উদ্দিন আহমদ, অগ্রযাত্রার সাংগঠনিক সম্পাদক হাবিবউল্যাহ রুহেল, ছাত্রলীগের সহ সভাপতি পারভেজ চৌধুরী ফয়েজ, ছাত্রলীগ নেতা সুজিব খাঁন সজিব, সানুর আহমদ জীবন, বাউসা যুব সংঘের সাংগঠনিক সম্পাদক মোঃ লিংকন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ তুহিন।
ফাইনাল খেলায় বিজয়ী দল নবীগঞ্জ এলোমেলো ক্রিকেট ক্লাবের নেতৃবৃন্দের হাতে ফ্রিজ এবং রানার্স আপ দল নাদামপুর ক্রিকেট দলের হাতে ২১ ইঞ্চি কালার টেলিভিশন তুলে দেন অতিথিবৃন্দ।