Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে মখার হাওর প্রকল্পে বেরীবাঁধ স্লুইচ গেইট নির্মাণ ॥ প্রতিরোধে ফুসে উঠেছে কৃষকরা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলা মখার হাওর প্রকল্পে বেরীবাঁধ স্লুুইচ গেইট নির্মাণ প্রতিরোধে ফুসে উঠেছে সুবিদপুর ও পুকড়া ইউনিয়নের কৃষকরা। এ লক্ষে গতকাল শনিবার দুপুরে কাটখাল মাদ্রাসা প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। প্রাক্তণ শিক্ষক আব্দুল আজিজ খানের সভাপতিত্বে এবং মাওঃ জুনাইদ আহমেদ এর পরিচারনায় প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন পুকুড়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, মাওঃ হোসাইন আহমেদ চৌধুরী, হিফজুর রহমান, কবিরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী নুর হোসেন, জসিম উদ্দিন, দীপক দাস, রূপাপৈল গ্রামের ডাঃ অভিনয় দাশ, মশাকালি গ্রামের বাসিন্দা ইউপি সদস্য সুদাম দাস, মিটাপুর গ্রামের প্রবীন্দ্র দাস, কাটখাল গ্রামের বাসিন্দা ইউপি সদস্য জয়নাল আবেদীন, প্রেমতোষ দাস, মাওঃ সামছুদ্দিন, মাওঃ আব্দুল হক, আউয়াল মহল গ্রামের মাওঃ কামাল উদ্দিন, শ্রীপল দাস, নিরাঞ্জন দাস, দুলাল মিয়া, আলী আহম্মদ, শ্রীবাস ঠাকুর, নুরুল হক, জীবন কৃষ্ণ দাস প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন-মখার হাওর প্রকল্পের অধিনে বেরী বাঁধ স্লুইচ গেইট নির্মাণ উদ্যোগ নেয়া হয়েছে। উক্ত প্রকল্পের আওতায় রতœা নদীতে সুইচ গেইট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। রতœা নদীতে স্লুইচ গেইট নির্মাণ করা হলে একটু বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে। পানিগুলো জমে হাওরে কৃষকদের বোরো জমিগুলো তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে।
এছাড়াও নিচু জমিগুলোতে ধান রোপন করতে পারবেন না কৃষকরা। এতে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হবেন। সমাবেশে বক্তারা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃষকদের সাথে কোন পরামর্শ না করেই এ প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছেন। ইতো-মধ্যে কৃষকরা হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী অফিসারসহ সরকারের বিভিন্ন দপ্তরে মখার হাওর প্রকল্পের রতœা নদীতে বেরীবাঁধ ও স্লুইচ গেইট নির্মাণ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। এলাকার হাজার হাজার কৃষকদের কথা চিন্তা করে উল্লেখিত প্রকল্পটি বন্ধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান। অন্যথায় কৃষকরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি হাতে নিতে বাধ্য হবেন।