Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ ইস্কনে সাফারী প্রোগ্রাম

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন, হবিগঞ্জ মন্দিরের উদ্যোগে মহাসমারোহে গৌরমন্ডল পরিক্রমা তথা বাংলাদেশ সাফারি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত ১০৪ জন বিদেশী ভক্ত সহ শতশত ভক্তদের গৌরম-ল পরিক্রমার অংশ হিসেবে ১৬ মার্চ ২০০৮ খ্রি. শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে হবিগঞ্জ ইস্কনে এই সাফারি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানমালার মধ্যে উল্লেখযোগ্য দুপুর ২:০০ টায় হবিগঞ্জ মডেল থানার সামনে থেকে সংকীর্ত্তন সহ সকল বিদেশী ভক্ত সমাবেত হয়ে নগর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬:৩০ গৌর আরতি শেষে সনাতন ধর্মসভা। ধর্মসভায় আশীর্বাদক হিসেবে প্রবচন প্রদান করেন ইস্কন বাংলাদেশের প্রথম সন্যাসী শ্রীল ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, মুম্বাই ভারত থেকে আগত শ্রীমৎ অমিয় বিলাশ স্বামী মহারাজ, শ্রীধাম মায়াপুর ভারত থেকে আগত শ্রীমৎ ভক্তি নিত্যানন্দ স্বামী মহারাজ, দক্ষিণ আফ্রিকা থেকে আগত শ্রীমৎ ভক্তি নরসিংহ স্বামী মহারাজ। এছাড়া ধর্মসভায় আলোচনা করেন ইস্কন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীপাদ নবদ্বীপ দ্বীজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, বিহারী কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রমুখ। হাজার হাজার দর্শক ভক্তবৃন্দের উপস্থিতিতে রাত ৮:৩০ টায় শুরু হয় বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আর্জেন্টিনা থেকে আগত শ্রীপাদ মারিচী দাস এর নির্দেশনায় উপস্থাপিত এবং বিদেশী ভক্তদের পরিবেশনায় চক্রনৃত্য, শ্যামনৃত্য, ম্যাজিক শো, উড়িয়া নৃত্য, ভক্তিমূলক সংগীত, ব্র্যাকড্যান্সে নরসিংহ অবতার ও ফায়ার ড্যান্স উপস্থিত ভক্তদের খুব আনন্দ দান করে। উল্লেখ্য অনুষ্ঠানের শুরুতে স্থানীয় শিশু শিল্পী কারেবী রায় পিউ নৃত্য পরিবেশন করে। হবিগঞ্জে এই সাফারী প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মন্দির অধ্যক্ষ শ্রীপাদ উদয় গৌর দাস ব্রহ্মচারী।-বিজ্ঞপ্তি