Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী সভায় আলমগীর চৌধুরী ॥ বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশকে এগিয়ে নিতে হবে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী বলেন, বঙ্গবন্ধু জয়বাংলা শ্লোগান দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। তাই বঙ্গবন্ধুর জয়বাংলার স্বপ্নের সোনার বাংলার আদর্শকে লালন করে দেশকে এগিয়ে নিতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়কে জয় করে দেশের জন্য কাজ করে আজ দেশকে বিশ্বের উন্নত দেশে পরিনত করেছেন। বাংলাদেশ যাতে বিশ্বের দরবারে প্রতিষ্টিত হতে না পারে সে জন্য দেশদ্রোহী বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।
গতকাল নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলানায়তনে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে আলমগীর চৌধুরী উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা কর্মকর্তা তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুর উদ্দিন, থানা অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক। সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন ইমাম মোঃ আব্দুল করিম, গীতাপাঠ করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, শামীম আহমদ চৌধুরী, গুল আহমদ কাজল, লোকমান আহমদ খান, আব্দুস সালাম, ইকবাল আহমদ বেলাল, দিলারা বেগম, ডাঃ নিজামুল চৌধুরী প্রমূখ। বঙ্গবন্ধুর ভাষনের উপর বক্তব্য রাখেন গন্ধ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সাইদুল হক চৌধুরী। সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। আলোচনা সবার পুর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও আনন্দ র‌্যালী অনুষ্টিত হয়।